ঢাকা: বিচারপতি, কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ জুন) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী এ ইফতারের আয়োজন করেন।
ইফতারের বেশ আগেই গণভবন প্রাঙ্গণের অনুষ্ঠান স্থলে আসেন শেখ হাসিনা। তিনি ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর দেশ-জাতি, জনগণ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোনাজাতে অংশ নেন।
ইফতারে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন তার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তিন বাহিনী প্রধান।