ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখে লংমার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়।
পূর্বঘোষণা অনুযায়ী ঢাবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আজ বেলা ১১টার দিকে নাসিরনগর অভিমুখে রওনা দেন। এ জন্য তাঁরা পাঁচটি বাস ভাড়া করেন। পরে পুলিশ তাঁদের বাস বাদ দিয়ে তিনটি মাইক্রোবাস নিয়ে যেতে বলে। কিন্তু পুলিশের শর্ত না মানায় পুলিশ তাঁদের বাধা দেয়।
ঢাবির জগন্নাথ হলের শিক্ষার্থী মানিক রক্ষিত সাংবাদিকদের বলেন, ‘আমরা নাসিরনগরে যাওয়ার উদ্দেশে ঢাবি ও জবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দুই লাখ টাকা তুলি। টাকা নিয়ে লংমার্চে যাওয়ার কথা। পুলিশ আমাদের তিনটি মাইক্রোবাস নিয়ে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু শিক্ষার্থী বেশি হওয়ায় আমরা আগেই পাঁচটি বাস ভাড়া করি। কিন্তু পুলিশ আমাদের বাস নিয়ে যেতে বাধা দেয়।’