রংপুরে একটি পরিত্যাক্ত দোকানের দেয়ালধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে শহরের আলমনগর রবার্টসন্সগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটি হলো ওই এলাকার বাপ্পি হোসেনের ছেলে আয়াত (৪) এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার রহুল আমিনের ছেলে অর্ণব (৭)। শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় কাউন্সিলর আব্দুর রাজ্জাক মণ্ডল জানান, কয়েক দিন আগে শিশু অর্ণব তার মামা রংপুর শহরের রবার্টসন্সগঞ্জ এলাকায় বাপ্পির বাড়িতে বেড়াতে আসে। সকালে আয়াত ও অর্ণব ওই এলাকার জনৈক কাজল নামে এক ব্যক্তির পরিত্যক্ত একটি দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় ওই দোকানের দেয়ালের সঙ্গে বাঁধা রশিতে একটি রিকশা আটকে যায়। এতে দেয়ালধসে চাপা পড়লে পেছনে থাকা আয়াত ও অর্ণব ঘটনাস্থলেই মারা যায়।
কোতয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম দোকানের দেয়ালধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।