রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোলাই মদ তৈরিতে বাঁধা দেয়াকে
কেন্দধ করে মাদক ব ̈বসায়ীদের দেয়া হত ̈ার হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন
প্রতিবাদী নানা ও নাতি। শুμবার দুপুরে উপজেলার ̧চ্ছগ্রামে হত ̈ার হুমকি দেয়ার
ঘটনা ঘটে।
নানা আমিন উদ্দিন জানান, তাদের বাড়ি গোবিন্দপুর এলাকার। গোবিন্দপুর এলাকার
পাশের এলাকার নাম ̧চ্ছগ্রাম। ̧চ্ছগ্রামের সোলেয়মানের ছেলে নাঈম, কাউয়ুম,
সফুর উদ্দিনের ছেলে জাকির হোসেন, মিলন মিয়া, গণি মিয়ার ছেলে মিয়াজ
উদ্দিন, মমিন উদ্দিনের ছেলে জালাল দীর্ঘ দিন ধরে চোলাই মদ তৈরি করে আসছে। আর
এসব তৈরি করা চোলাই মদ রূপগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সাপ্লাই দেয়া হয়ে
থাকে। এতে করে আমিন উদ্দিনসহ গ্রামের গণ ̈মান ̈ ব ̈৩িবর্গ চোলাই মদ তৈরিতে
বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫দিন আগে চোলাই মদ ব ̈বসায়ীরা
আমিন উদ্দিনের নাতি জাকারিয়াকে গুচ্ছগ্রামের বধীজের কাছে আটক করে। এক
পর্যায়ে জাকারিয়াকে শ্বাসরোধে হত ̈ার চেষ্টা চালায়। পরে আশ্লপাশের লোকজন
এগিয়ে এলে মদ ব ̈বসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় আমিন উদ্দিন বাদী হয়ে মদ
ব ̈বসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ
দায়েরের পর শুμবার দুপুরে মদ ব ̈বসায়ীরা আমিন উদ্দিন ও নাতি জাকারিয়াকে হত ̈ার
হুমকি দিয়ে আসছে। হত ̈ার হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন নানা ও নাতি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ
ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। চোলাই মদ ব ̈বসায়ীদের গ্রেফতারের চেষ্টা
চলছে।