মেঘনা নদীতে মাছ ধরা নৌকায় বজ্রপাতের পর তিন জেলে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় আরো দুই জেলে আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন লাগোয়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ থাকা জেলেরা হচ্ছেন- মোক্তার হোসেন সরদার, আমীর রাঢ়ী এবং ফরহাদ সরদার।
নিখোঁজ থাকা জেলে মোক্তার হোসেনের ভাই আলতাফ হোসেন জানান, ভোরে পাঁচ জেলেকে নিয়ে নৌকাযোগে মেঘনায় ইলিশ ধরতে যান তারা। জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিলেন। ইলশেগুঁড়ি বৃষ্ঠির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দে জেলেরা আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে দুই জেলে উদ্ধার হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে হিজলা থানার ওসি ইউনুস মিয়া সাংবাদিকদের বলেন, মাছ ধরার সময় একটি জেলে নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে। ওই ঘটনার পর তিন জেলে নিখোঁজ রয়েছেন। স্থানীয় পর্যায়ে তাদেরকে উদ্ধারের জন্য স্বজনা কাজ করছেন।