সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদের। বোলারদের মধ্যে মূল স্কোয়াডে জায়গা হয়নি শেখ মেহেদীরও। তাঁকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
টি-টোয়েন্টিতে দরকার হয় ‘কৃপণ’ বোলিংয়ের। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা বোলাররা এই ফরম্যাটে ওভার প্রতি কত রান দেন, কার কত উইকেট―একনজরে দেখে নেওয়া যাক।
মাত্র তিন ম্যাচ খেলা পেসার হাসান মাহমুদ তিন ম্যাচে শিকার করেছেন তিন উইকেট। তাঁর বোলিং ইকোনমি ৬.৫৮। তবে ১০১ ম্যাচে সাকিব পেয়েছেন ১২২ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের সমান উইকেট আর কারো নেই। তাঁর ইকোনমি ৬.৬৭।
একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বী, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার।