কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে মুক্তিযুদ্ধের চেতনায় সংবাদকর্মীদের নিয়ে গঠিত হয়েছে, রিপোর্টার্স ক্লাব নাগেশ্বরী কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাব এর উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান, রফিকুল ইসলাম রনজু (দৈনিক সময়ের কাগজ) এর আহবানে, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম রানা (দৈনিক আজকের বসুন্ধরা) এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশ থাকে যে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের কেউ সদস্য হতে পারবে না। দীর্ঘ আলোচনার পর উপস্থিত সকল সদস্যগন সর্ব-সম্মতিক্রমে নিম্নোক্ত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি-বীরমুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম রনজু (দৈনিক সময়ের কাগজ), সিনিয়র সহ-সভাপতি-বীরমুক্তিযোদ্ধার সন্তান শাহানুর ইসলাম রানা (দৈনিক আজকের বসুন্ধরা), সহ সভাপতি-মোঃ নূরুল ইসলাম (দৈনিক আজকের বসুন্ধরা), সাধারণ সম্পাদক আমান উল্লা আমান মওলা (দৈনিক আনন্দ বাজার), সহ সাধারণ সম্পাদক মোঃ খাদিমুল ইসলাম লাল (দৈনিক চৌকস), সাংগঠনিক সম্পাদক এবিএম নাজমুল হাসান (দৈনিক দেশসেবা), কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম (এসটিভি বাংলা), কার্যকরী সদস্য বীরমুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর আলম মতি (দৈনিক জবাবদিহী), মিজানুর রহমান মিজান (দৈনিক দেশের কন্ঠ), এম রশীদ (দৈনিক পরিবেশ) এবং মোঃ সাদিকুল ইসলাম সোহেল (দৈনিক বাংলার প্রতিদিন) ।
মুক্তিযুদ্ধের চেতনায় আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে, রিপোর্টার্স ক্লাব নাগেশ্বরী কুড়িগ্রাম কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সকল সদস্যরা।