ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক হোসেনকে বিজয়ী করার লক্ষে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
বক্তব্যকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ফরিদপুরের উন্নয়ন হয়। দেশের রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল পর্যায়ে আরো উন্নয়ন দেখতে হলে এদেশে শেখ হাসিনার বিকল্প নেই।
শেখ হাসিনা সরকার থাকলে বাংলাদেশ থাকবে। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনা ম্যানডেট পেলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, আপনারা কারো কাছে টাকায় বিক্রি হবেন না। উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সেটা পুষিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আপনাদের কারো কাছে হাত পাতা লাগবে না।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন। বক্তব্যকালে ফারুক হোসেন ভোটারদের কাছে করজোড়ে ভোট ভিক্ষা চান।
বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক শামসুল হক ভোলা মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল বোষ, বিশিষ্ট শিল্পপতি হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, মধুখালী পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, বোয়ালমারীর ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব ও মধুখালীর জাহাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমুখ।
এ সময় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান মিঠু, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, কোতয়ালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত খান, সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউপি সদস্যবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।