আজ নাগেশ্বরী উপজেলার ৩ নং বামনডাঙ্গা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের স্হানীয় বাসিন্দারা অবৈধভাবে বালু উত্তলন বন্ধ করো,করতে হবে, দুধ কুমার নদীর পাড় ঘেষে অবৈধ বালু খোরদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন তেলেয়ানীর কুটি গ্রামের পাকার মাথায় দুধকুমার নদীর পাড়ে।
এদিকে দ্রুত নদী থেকে অবৈধ বালু উত্তলন ও বিক্রি বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে লেখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবেদ আলী মেম্বার, নাগেশ্বরী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম রবি, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কুড়িগ্রাম জেলা শাখার পাঠ চক্র সম্পাদক সাদিকুল ইসলাম সোহেল, নাজির রহমান, ওসমান, লিটন প্রমুখ।
এসময় বামনডাঙ্গা ইউনিয়নের নদী ভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিঠির সভাপতি আতিক হাসান রাজা বলেন, আমাদের প্রানের দাবি হচ্ছে দুধকুমার নদীর পাড় ঘেষা বালু অবৈধ বালু উত্তলন বন্ধ করা এবং দুধকুমার নদীর উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন।