কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোকিত কুড়িগ্রামের মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত,
৩০ সেপ্টেম্বর (শুক্রবার) আলোকিত কুড়িগ্রাম ফেসবুক গ্রুপের মিলনমেলা নাগেশ্বরী উপজেলা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা,বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, মুহাম্মদ রফিকুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, আতিকুল ইসলাম আতিক,শেখ নিজাম উদ্দিন, সোহেল আহমেদ।
এসময় রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন আমরা আলোকিত কুড়িগ্রাম ফেসবুক গ্রুপ-২০২২ মিলনমেলায় দিনব্যাপী খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারকের ব্যাবস্হা করছি,আমার চাওয়া ভবিষ্যতে তরুণদের নিয়ে ভালো কিছু করা, বিশেষ করে অসহায়দের শীতবস্ত্র বিতরণ, রক্তদান, এমনকি অবহেলিত বাবা-মায়ের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করা।