আন্তর্জাতিক কন্যা দিবস – ২২ উপলক্ষে নাগেশ্বরী উপজেলা মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৩ই অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় নাগেশ্বরী উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক কন্যা দিবস -২২ উপলক্ষে চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের আয়োজনে এমজেএসকেএস এর বাস্তবায়নে প্লান ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো একমাত্র আইনের সঠিক প্রয়োগই বাল্য ও জোন পূর্বক বিবাহ বন্ধ করতে।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পক্ষ দলের হয়ে নাগেশ্বরী পৌরসভা যুব ফোরামের ছেলে সদস্যরা এবং বেরুবাড়ি ইউনিয়নের যুব ফোরামের মেয়ে সদস্যরা, বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় পক্ষ দলের নাগেশ্বরী পৌরসভা যুব ফোরামের ছেলে সদস্যরা।
এসময় অতিথি হয়ে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসের সিরস নীহার রঞ্জন বর্মা, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি লিটন চৌধুরী, প্লান ইন্টারন্যাশনালের ইয়ুথ লিডার টেকনিক্যাল স্পিউলিস্ট ফারহানা আক্তার, নাগেশ্বরী উপজেলা সিএনবি প্রকল্পের সমন্বয়ক নজরুল চৌধুরী প্রমুখ।
সবশেষে জয়ীদের হাতে সন্মামনা স্মারক তুলে দেন উপস্থিত অতিথিরা।