পটুয়াখালীর দুমকিতে শুভসংঘের উদ্যোগে শেখ রাসেল দিবসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার দুমকি এ. কে. মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি করে ফলদ, বনজ, ঔষধি ও ফুলের চারা রোপণ করে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা শুভসংঘের উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল ইসলাম, অধ্যক্ষ জামাল হোসেন, সভাপতি মো. আজাহার আলী মৃধা, সহসভাপতি মো. আলমগীর হোসেন কাজী মাকসুদর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ খান, যুগ্ম সম্পাদক মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন, কার্যকারী সদস্য নুসরাত জাহান ও জান্নাতুল ফেরদৌস।
দুমকি এন. কে. আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি জনতা কলোজ, দুমকি এ. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।
উপদেষ্টা অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। ’ উপস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি বলেন, ‘একটি গাছ কাটলে তার পরিবর্তে দুটি চারা রোপণ করা উচিত। ’
শুভসংঘের সভাপতি আজাহার আলী মৃধা বলেন, ‘আমি যদি ভাবি যে কালই আমি মারা যাব, তবু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজ অন্তত একটি গাছ লাগানো উচিত। ’ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে শুভসংঘের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন বলেন, ‘শেখ রাসেলের স্বপ্নগুলো আজ বাস্তবতার চারাগাছ। আসুন, আমরা সবাই গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই। ’