মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমেছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১২৯ বার পড়া হয়েছে

সোহেল রানা, (হিলি), দিনাজপুর প্রতিনিধি:

ভারতের মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে উত্পাদিত ফসলের ন্যূনতম মূল্য নির্ধারণ ও ব্যাংকঋণ মওকুফের দাবিতে

চলমান আন্দোলনে পুলিশের গুলিতে ছয় কৃষক নিহত হওয়ার জেরে ওইসব অঞ্চল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ

আমদানি কমে গেছে। বাজারে পণ্যটির প্রভাব পড়েছে।গত এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ২ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পণ্যটির দাম কমার সম্ভাবনা নেই।

হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের তথ্যমতে, এক সপ্তাহ আগে বন্দর দিয়ে দৈনিক ৫০-৬০ ট্রাক পেঁয়াজ আমদানি

হতো। বর্তমানে তা দৈনিক ৩৫-৪০ ট্রাকে নেমে এসেছে।

জানা গেছে, ১ জুন ৫১টি ট্রাকে ১ হাজার ৪৮ টন, ৩ জুন ১৯টি ট্রাকে ৩৯০ টন, ৪ জুন ৫৬টি ট্রাকে ১ হাজার ১৮৮

টন, ৫ জুন ৪৫টি ট্রাকে ৯৪৬ টন, ৬ জুন ৪৮টি ট্রাকে ১ হাজার ৯ টন, ৭ জুন ৩৮টি ট্রাকে ৫৭৬ টন ও ৮ জুন ৩৯টি

ট্রাকে ৫৯১ টন পেঁয়াজ আমদানি হয়।

মে মাসে বন্দর দিয়ে ১ হাজার ২১২টি ট্রাকে মোট ২৫ হাজার ৬৩৯ টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছিল।

আমদানি হ্রাসের প্রভাব পড়েছে পণ্যটির দরে। ব্যবসায়ীরা বলছেন, দেশে পেঁয়াজের চাহিদার একটা বড় অংশ পূরণ

হয় ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দিয়ে। সম্প্রতি আমদানি কমে যাওয়ায় দেশের বাজারে পণ্যটির দাম বাড়তে শুরু

করেছে।

হিলি স্থলবন্দরে বর্তমানে ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ (ট্রাকসেল) ১১ থেকে ১১ টাকা ৫০ পয়সায় বিক্রি

হচ্ছে।

নাসিক জাতের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২ থেকে ১২ টাকা ৫০ পয়সায়। এক সপ্তাহ আগে এ দুই জাতের

পেঁয়াজের দাম কেজিতে ২ টাকা কম ছিল।

একই বাজারে দেশী জাতের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-২৮ টাকায়।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ

আমদানি কমেছে। এ কারণে দেশের বাজারে পণ্যটির সরবরাহ কম। এর বিপরীতে চাহিদা রয়েছে বাড়তির দিকে। এ

কারণে দাম বাড়তে শুরু করেছে। আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজের দাম কমবে না বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451