বাংলার প্রতিদিন ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় পৌঁছেছেন। আজ রেবাবার বেলা পৌনে দুইটার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে তিনি ঢাকায় এসেছেন।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেলে দুদেশের প্রতিনিধি দলের মধ্যে জেসিসি’র বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.এইচ. মাহমুদ আলি এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।
সন্ধ্যা ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।উভয় বৈঠকেই দুই দেশের সম্পর্কের পর্যালোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকট গুরুত্বের সঙ্গে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।
রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশে মানবিক সংকটের সৃষ্টি করেছে।এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে সোনারগাঁও হোটেলে নৈশভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
একই স্থানে রাত আটটায় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বলেও কথা রয়েছে। আর সাড়ে আটটায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।
আগামীকাল সোমবার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুষমা স্বরাজ। সেখানে ভারতের আর্থিক সহযোগিতায় ১৫টি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।
দুই দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।২০১৪ সালের মে মাসে বিজেপি ক্ষমতায় আসার এক মাস পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ঢাকায় এসেছিলেন।