সব দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাব হাস্যকর ও অগ্রহণযোগ্য। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সন্ধ্যায় দলীয় সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলন করেন কাদের।
ওবায়দুল কাদের বললেন, ‘গেলোবার যেভাবে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ হয়েছে, আসছে কমিশনও একই প্রক্রিয়ায় গঠন হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। সংবিধানে ১১৮ অনুচ্ছেদে নির্বাচন ও কমিশন সম্পর্কিত সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কোনো বহু মনোভাবের বিষয় নেই। সংবিধানে সবকিছু স্পষ্ট এবং পরিষ্কার। আমরা সংবিধান মোতাবেক চলবো।’
কাদের বললেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান যেভাবে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন করেছেন, সে প্রক্রিয়া আমাদের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সে প্রক্রিয়া থেকে বিচ্যুত হওয়ার কোনো কারণ বা সুযোগও নেই।’
তিনি বলেন, ‘বেগম জিয়া এখন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিচ্ছেন। তারা যখন ক্ষমতায় ছিলে তখন কী করেছে? আইন করার প্রয়োজন মনে করেনি। খালেদা জিয়া এখন সুন্দর সুন্দর কথা বলছেন, মাগুরা ও ঢাকা-১০ আসন এবং মিরপুরের উপনির্বাচনে এগুলো কোথায় ছিল? নিজেরা যেটা প্র্যাকটিস করেন না তা টিস করা কি রাজনৈতিক সততার পরিচয়? তার নির্জ্জলা মিথ্যাচারের রাজনীতি নতুন কিছু নয়।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘খালেদা জিয়ার আজকের প্রস্তাবে যদি ভালো ও গ্রহণযোগ্য কিছু থাকে তাহলে সেগুলো আমরা সমর্থন করবো। সুষ্ঠু নির্বাচনে আমাদেরও কিছু দাবি আছে। এগুলো রাষ্ট্রপতির কাছে আমরাও দেবো।’