নয় মাস পরে জিকা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা প্রত্যাহার করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এ ভাইরাসকে এখনো স্থায়ী প্রভাব বিস্তারকারী হুমকি হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
জিকা ভাইরাস আমেরিকা মহাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয়া হলো।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড্যানিয়েল ইপস্টেইন বলেন, এখনো অন্তত ৭৫টি দেশে এটি আবারো মহামারী আকারে ছড়িয়ে পরতে পারে- যদি না সেখানে মশা নিধনে যথাযথ ব্যবস্থা নেয়া হয়। জিকা ভাইরাস প্রতিরোধের কর্মসূচিগুলোও অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি।