টানা পাঁচটি ম্যাচে হারের পর জয়ের মুখ দেখলো গেলোবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। চট্টগ্রামে নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৩২ রানের জয় পান তারা।
কুমিল্লার দেয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ ওভার হাতে থাকতেই ১২০ রানে গুটিয়ে যায় রাজশাহী।
তিন ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন তানভির। মাশরাফি চার ওভার বল করে দিয়েছেন মাত্র ১৫ রান। নিয়েছেন একটি উইকেট।
প্রথমেই জুনায়েদ সিদ্দিকী ও সাব্বির রহমানকে হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২০ রানেই থেমে গেছে ড্যারেন স্যামিদের ইনিংস। ৪৩ বলে ৫২ রান করেন মুমিনুল হক।
এরআগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয় মাশরাফির কুমিল্লা। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার নাজমুল হাসান শান্ত। এছাড়া ৩৪ রান এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে।
রাজশাহীর পক্ষে ২ টি উইকেট নিয়েছেন ড্যারেন স্যামি।
রাজশাহীর বিপক্ষে প্রথম এই জয় দিয়ে শিরোপা জয়ের আশা টিকিয়ে রেখেছেন মাশরাফিরা। পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে কুমিল্লার ঠিক ওপরেই আছে রাজশাহী।