ভারতের উত্তর প্রদেশে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন ৯১ জন। আহত অসংখ্য। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত ৩টায় এ ঘটনা ঘটে। ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়।
কানপুরের ইনস্পেক্টর জেনারেল জাকি আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ৯১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। আহত অনেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানান, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মেডিক্যাল টিম ঘটনাস্থলে রয়েছে।