অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে সীমন্ত এলাকায় খুব শীঘ্রই বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় চোরাচালান বিরোধী এ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি বলেন, অনুপ্রবেশকারীরা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে এ বিষয়ে আমাদের বর্ডার গার্ড (বিজিবি), কোস্ট গার্ড সতর্ক প্রহরায় রয়েছে।
এছাড়া সীমন্ত দিয়ে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যে তেজস্ক্রীয় পণ্য আসে সেগুলো যাতে আর বাংলাদেশে ঢুকতে না পারে সে লক্ষ্যে সীমান্তে সার্ভেল্যান্স ডিভাইস স্থাপন করা হবে বলেও তিনি জানান।
মিয়ানমারের সঙ্গে বর্ডার এলাকা অস্বস্তি কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিজিবি ও কোস্ট গার্ড সতর্ক রয়েছে যাতে করে কোন অনুপ্রবেশকারী আমাদের দেশে ঢুকতে না পারে।