সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ। এ কথা জেনেই নির্বাচন কমিশন নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্তাবকে অন্তঃসারশূন্য বলছে ক্ষমতাসীনরা। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকীর আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অভিযোগ করেন, তারেক রহমানের দেশে আসা ঠেকাতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজা দেয়া হয়েছে।