বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় রবিবার নতুন কোন কর আরোপ ছাড়াই
২০১৫-১৬ অর্থ বছরের ১৮ কোটি ১০ লাখ ৮ হাজার ৭৯ টাকার উদ্বৃত্ত বাজেট
পেশ করা হয়েছে। পৌর চত্ত্বরে আয়োজিত উন্মুক্ত অনুষ্ঠানে মেয়র ইসাহাক
আলী এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ৩ কোটি ৪১ লাখ ৮৭ হাজার ২৩৩ টাকা ও
উন্নয়ন খাতে ১৩ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা আয় এবং রাজস্ব খাতে ৪
কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৫৫৫ টাকা ও উন্নয়ন খাতে উন্নয়ন আয়ের
সমপরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া বাজেটে ৮ লাখ ৮৮ হাজার ৫২৪
টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অনুষ্ঠানে প্যানেল মেয়র আব্দুল বাতেন সরকার মহররম,
২ নং প্যানেল মেয়র মোবারক হোসেন টিপু, পৌর সচিব জালাল উদ্দিন,
প্রশাসনিক কর্মকর্তা কাওসার আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি
অহিদুল হক ও যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গাজী, ওয়ার্ড
কাউন্সিলর আব্দুস সাত্তার, আব্দুল বারেক, আব্দুর রউফ, মোতালেব হোসেন,
স্কুল শিক্ষক একরামুল আলম ফিরোজ বক্তব্য রাখেন।
বাজেটে পৌর এলাকার সৌন্দর্য বর্ধন, উন্নত যোগাযোগ
ব্যবস্থা, পৌর মার্কেটসহ ভৌত অবকাঠামো নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল
সরবরাহ এবং সড়ক বাতি ও বিদ্যুতায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে।