প্রেসিডেন্ট বারাক ওবামা ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার পর পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমালোচনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি।
ওবামা বললেন, আমেরিকার নিজস্ব আদর্শ-নীতির বাইরে ট্রাম্প কিছু করার চেষ্টা করলে হয়ত ঐতিহ্য ভাঙ্গবেন তিনি।
আমেরিকার প্রেসিডেন্টরা সাধারণত তার পদ ছাড়ার পর পরবর্তী প্রেসিডেন্টের কার্যক্রম নিয়ে মন্তব্য করেন না। কিন্তু বারাক ওবামা এ ঐতিহ্য ভাঙ্গার সম্ভাবনার কথা জানিয়ে মূলত ট্রাম্পকে হুমকি দিয়েছেন।
ওবামা বলেন, আমি আমার অফিসের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে চাই এবং নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঠিকভাবে তার কাজ করার সুযোগ দিতে চাই। কিন্তু যদি এমন কিছু আসে যা আমাদের নীতি ও আদর্শের পরিপন্থী, তাহলে আমি বিষয়টা নিয়ে ভেবে দেখব এবং প্রয়োজন হলে আমি তা নিয়ে আলোচনা করব।
এ সময় বারাক ওবামা আরো বলেন, আমি একজন আমেরিকান নাগরিক, যে দেশকে নিয়ে গভীরভাবে চিন্তা করি।