সারা দেশের ন্যায় আজ সোমবার বেলা ১১টায় দ্বিতীয় দিনের বাংলা
বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে চুনারুঘাটের ২নং ইউপির শুকদেবপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার প্রত্যেকটি ইউপিতে
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা
সমাপনী পরীক্ষা। পরীক্ষার দ্বিতীয় দিনে এ ইউপিতে প্রাথমিক
থেকে ১৯ জন ও মাদ্রাসা থেকে ৪ জন পরীক্ষার্থীসহ মোট ২৩ জন
অনুপস্থিত রয়েছে। উপজেলার প্রায় যায়গাতেই এই পরীক্ষা
অনুষ্টিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৪ জন । এর মধ্যে মোট
অনুপস্থিত রয়েছে ২৩ জন পরীক্ষার্থী। আজ পরীক্ষার হলগুলো পরিদর্শন
করেছেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত
চৌধুরী সনজু, কেন্দ্র সচিব এনামুল হক, অধ্যক্ষ কুতুব উদ্দিন
আখনজী, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেমসহ সংশ্লিষ্ট
কর্মকর্তারা। স্থানীয় এলাকাবাসীর মূখে শুনা যাচ্ছে বিদ্যালয়ে
বভন সল্পতার কারনে খোলা আকাশের নিচে ফ্যান্ডেল টাংগিয়ে পরীক্ষা
নেওয়া হচ্ছে। স্কুলটির পাশেই আঞ্চলিক সড়ক থাকার কারণে
সারাদিন থাকে গাড়ি চলাচলের বিকট শব্দ। সেই সাথে বিদ্যালয়
ঘেষে অবস্থিত ইউনিয়ন অফিস। যেখানে দিনভরই থাকে সাধারণ
মানুষের আনাগোনা। এই অবস্থার মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে
মনোযোগ ধরে রাখা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে বলে জানান
এলাকাবাসী ও অবিভাবকবৃন্দ। এ ব্যাপারে আহম্মদাবাদ ইউপি
চেয়ারম্যান বলেন, অতিদ্রুত যাতে শুকদেবপুর সরকারি প্রাথমিক
বিদ্যলিয়ের ভবন নির্মান করা যায় সে ব্যাপারে তিনি চেষ্টা
করবেন। তিনি বলেন শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে
পারেনা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যদি ডিজিটাল হয় তাহলে
বেশিদিন সময় লাগবেনা সারা বাংলাদেশ ডিজিটাল হতে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার ডিজিটাল
বাংলাদেশ নির্মানে আমরা সকলে কাজ করছি।