ঢাকা: ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট বেশি পেয়েও ক্ষমতায় আসতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র ছিল। দেশের গ্যাস আমরা চুক্তি করে বিদেশিদের দেয়নি এটাই ছিল আমাদের সমস্যা। নির্বাচনে আমরা ভোট বেশি পেয়েও এ কারণে ক্ষমতায় আসতে পারেনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত ২০০১ সালে ক্ষমতায় এসে ৭১ সালের মতো মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। তাদের এই মানুষ হত্যার প্রেক্ষিতেই পরবর্তীতে দেশে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়।