সোমবার দিবাগত রাত ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের কুদঘাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী হাওলাদার(৭০) কে রাত ১২টায় মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে মোরেলগঞ্জ শরণখোলা সড়কে অবরোধ কর্মসূচী পালন করছে ক্ষুব্ধ এলাকাবাসি।
আহত মুক্তিযোদ্ধা মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক কমান্ডার পূর্ব শরালীয়া গ্রামের আশরাফ আলী হাওলাদার জানান, একটি তুচ্ছ ঘটনার বিচারের কথা বলে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু তাকে আ. লীগ অফিসে ডেকে পাঠান। সেখানে গেলে ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান বাচ্চু আশরাফ আলীকে চড়থাপ্পড় মেরে চেয়ার থেকে নিচে ফেলে দেন। এর পরে বাচ্চুর সহযোগীরা ওই মুক্তিযোদ্ধাকে বেধড়ক মারপিট করে।
রাত ১২টার দিকে আহতাবস্থায় আশরাফ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল ৭টা থেকেই মোরেলগঞ্জের নব্বইরশি বাস ষ্ট্যান্ডে টায়ার পুড়িয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে থানা পুলিশ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান ঘটনাস্থলে রয়েছেন