লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিষ্ণুপুর
গ্রামের আরব আমীরাত প্রবাসী জিয়াউর রহমান তুহিনের
স্ত্রী শারমিন আক্তার (২৬) সাথী স্বর্ণলংকার,নগদ টাকাসহ
প্রায় ২০লাখ টাকার মালামাল নিয়ে প্রেমিকের হাত ধরে
নিরুদ্দেস।
নিরুদ্দেসকৃত শারমিন আক্তার চন্ডিপুর গ্রামের বেচারাম
বাড়ির শামছুল হকের মেয়ে।
সৃষ্ট ঘটনায় তুহিনের পিতা শামছুল হক মঙ্গলবার থানায়
লিখিত অভিযোগ করে।
থানাসহ স্থানীয়রা জানান তুহিনের সাথে শারমিন আক্তার
সাথী গত ২০১২ সালের ৩০শে নভেম্বর তারিখে ৪লাখ টাকা
দেনমোহরে বিবাহ হয়। বিয়ের দুই মাস পরেই তুহিন আরব
আমীরাত চলে যায়। এ সুবাদে সাথী আক্তার একাধিক পরকিয়া
প্রেমিকের সাথে সখ্যতা গড়ে তোলে। পরকিয়া বাধাগ্রস্থ
করায় তুহিনের স্বজনের সাথে সাথী আক্তারের প্রায় বিরোধ
হত। প্রবাসি তুহিন স্ত্রী শারমিন আক্তার সাথীর অনুরোধে
তাকে তার বাপের বাড়িতে বসবাস করার অনুমতি দেয়।
দু’বছর যাবত তুহিনের বরণপোষণে সাথী আক্তার বাপের
বাড়িতে বসবাস করে।
গত ৮ই নভেম্বর মঙ্গলবার সাথী আক্তার প্রবাসী তুহিনের
গুচ্ছিত টাকা,স্বর্ণলংকারসহ প্রায় ২০লাখ টাকার মালামাল
নিয়ে প্রেমিকের হাত ধরে নিরুদ্দেস হয়।
প্রবাসি তুহিন জানান সাথী আক্তার তার বিশ্বাস ভঙ্গ করে
গুচ্ছিত অর্থ নিয়ে প্রেমিকের হাত ধরে নিরুদ্দেস হয়।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া
জানান অভিযোগ সত্যতা তদন্ত চলছে।