ক্রাইম রিপোর্টার ঃ
রাজধানীর মিরপুরে আলি আজাহার ওরফে আজাহার উকিল ভুয়া পরিচয় রজনী বহুমুখী সমবায় সমিতি ,ইব্রাহিম পুর কাফরুল
তথা ১৪ নং এলাকায় নিরিহ মানুষের নিকট হইতে গত ৩০/১০/২০১২ ইং তারিখে মিশুকের পরিবর্তে সিএনজি প্রতিস্থাপনের কথা বলে প্রায় অধ্য শতাধিক মিশুক গাড়ির কাগজ পত্র হাতিয়ে নিয়েছে মর্মে অনেক অভিযোগ রয়েছে ।নিরিহ লোকদের মিশুক উকিল আজহার তার নিজ স্ত্রী শিউলি আক্তারের এর নামে ভুয়া কাগজপত্র তৈরি করে মিরপুর বি আর টি এ তে আবেদন করিয়াছে ।
যার ফলে প্রকৃত মিশুক মালিকদের নানা ভাবে হয়রানির শিকার হতেহচ্ছে ।এমন কি তাদের মালিকানাও প্রতারক আজাহার অস্বীকার করছেন এবং প্রকৃত মালিক গনদের প্রানাশের হুমকি পর্যন্ত দিচ্ছে ন।এই ঘঠোণায় রজনী সমিতির সদস্য তথা মিরপুর১৪ নং এলাকার লোকজন বাধ্য হয়ে কাফরুল থানায় একটি সাধরন ডায়রি করেন। যাহার জিডি নং ১০২২ তারিখঃ ১৭/১১/২০১৬ ইং ।
জালিয়াত আজাহার ইতিপূর্বেও চায়না গাড়ি প্রতিস্থাপন করে দেওয়ার কথা বলে প্রতারনা করেছেন বলে অভিযোগ রয়েছে ।আজাহার এর নিকট প্রতারনার শিকার মানুষগুলো অনেক টাকা ও
তেমনি কিছু প্রতিস্থাপিত সি এনজি গাড়ি পাওনা আছে ।তার পরও তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।উল্লেখ্য যে রজনী সমবায় সমিতি তথা ১৪ নং এলাকার কিছু লোক এবং
বিআরটিএ এর কিছু আসাধু লোক আজহারের কালো টাকার কাছে বিক্রি হয়ে আজাহারকে সহযোগিতা করে আসছে ,আজাহারের হাত এতোই লাম্বা যে ভয়ে কেউ মুখই খুলছেনা ।সমিতির সদস্য ও
এলাকা বাসির একটাই দাবি প্রতারক আজাহার উকিল আর যেন ভুয়া উকিল সেজে মানুষের সাথে এরকম প্রতারনা আর না করতে পারে এবং আজাহারে এসব কার্যকলাপের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কত্পক্ষের সু
দৃষ্টি আসে ।এলাকা বাসি ও রজনী সমবায় সমিতির মিশুক মালিকদের জোড় দাবি ,প্রতারক আজাহারের যেন সাস্তি হয় আর যেন কেউ তার প্রতারনার শিকার না হয় ।