নাটোরের বাগাতিপাড়ায় ইমাজ উদ্দিন (৪৫) নামের এক মাদকসেবীর কারাদণ্ড দিয়েছে
ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানমের
আদালত এ সাজা দেন।
ইমাজ উদ্দিন বাঁশবাড়িয়া গ্রামের কাঁচু মোল্লার ছেলে।পুলিশ ও আদালত সুত্রে জানা
যায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে পুলিশ বাঁশবাড়িয়া এলাকা থেকে
বৃহস্পতিবার সকালে ইমাজ উদ্দিনকে আটক করে। এ সময় গাঁজা সেবন ও জুয়া খেলার
অভিযোগে তাকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।