ঢাকার সাভার আশুলিয়াসহ আশপাশের এলাকায় হাজার হাজার ইটভাটাগুলোর মালিকরা পরিবেশ আইনকে বুড়ো
আঙ্গুল দেখিয়ে বিভিন্ন গাছ পোড়াচ্ছে বলে অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকার সাভার
আশুলিয়া, গাজীপুর, টাংগাইল, ধামরাই,মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায়
পরিবেশের ভারসাম্যের দিকে গুরুত্ব না দিয়ে প্রচলিত আইনকে কথিত বুড়ো আঙ্গুল দেখিয়ে নানারকম গাছ
পোড়াচ্ছে। প্রায় প্রতিটি এলাকায় পুরোনো পদ্ধতিতে এবং অনুমোদনহীনভাবে ইট পুরানোর হচ্ছে।
আকাশের দিকে তাকালে দেখা যায়, কালো ধোঁয়া আর ধোঁয়া।
জানা গেছে, এখন ইটভাটাগুলোতে গাছ পুরানোর মহা উৎসব চলছে। এসব ইটভাটায় ব্যবহার করা গাছ
নির্বিচারে কাটার কারণে পরিবেশের মারাত্মক ভাবে সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে, ফসলি জমিতে মাঠকে মাঠ
ইটভাটা স্থাপনের কারণে জমি ও মাটি উভয়ই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসীর দাবী করছেন। কিছু
কিছু ইটভাটায় গাছ কেটে স্তব দিয়ে ফেলে রেখেছে, আবার অনেক ইটভাটায় প্লাষ্টিকের কাগজ দিয়ে
ঢেকে রাখা হয়েছে অসংখ্য নানারকম গাছ। উক্ত বিষয়ে ইটভাটার মালিকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা
বিষয়টি এড়িয়ে যান।
উক্ত ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা ইটভাটা সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, গাছ ও
গাড়ীর টায়ার পোড়ানো নিষেধ করেছে বাংলাদেশ সরকার। তাই আমরাও আমাদের সমিতির মাধ্যমে কঠিন ভাবে
নিষেধ করেছি ইটভাটার মালিকদেরকে। তার পরও যদি কেউ কারো ইটভাটায় গাছ পোড়ায় তাদের নিজেদের দ্বায়
নিজেদেরকে বহন করতে হবে। উক্ত ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি দেয়া জরুরী বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।