মিয়ানমারে মুসলমান রোহিঙ্গাদের উপর চলমান গনহত্যা,নারী ধর্ষন ও শিশু হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ
মিছিল করেছে জেলা আইনজীবী সমিতি। রবিবার সকাল ১০ টায় শহরের
আইনজীবী ভবনের সামনের সড়কে এসব কর্মসূচি পালন করে হয়। এতে
আইনজীবী সমিতির সকল সদস্য ছাড়াও অংশনেন সর্বস্থরের মানুষ। এসময়
মিয়ানমানে গনহত্যা,নারী ধষর্ণ ও শিশু হত্যা তীব্র নিন্দা জানিয়ে বক্তারা
বলেন,মিয়ানমার সরকারে এমন অমানষিক কর্মকান্ডের শিকার রোহিঙ্গাদের পাশে
দারানো আমাদের নৈতিক দায়িত্ব । যে পর্যন্ত মিয়ানমারে এই সংঘাত শেষ না হবে
ততদিন পর্যন্ত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি
উর্ধাত আহবান জানান মানববন্ধন কারীরা। জেলা আইনজীবী সমিতির সভাপতি
অজয় কুমার চক্রবতির নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন জেলা জজকোর্টের পিপি
এ্যাডঃ মোঃ আব্দুল মতিন,বারের সাধারণ সম্পাদক,এ্যাডঃ সিরাজুল ইসলাম
পল্টু,সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মাসুদ আলম, এ্যাডঃ এস আর মিলন,এ্যাডঃ
হুমায়ন কবির শাহিন মিঝি,এ্যাডঃ শাহিন মোহাম্মদ আমানউল্লহ,এ্যাডঃ লাবলু
মোল্লা, এ্যাড. মু.আবুসাঈদ সোহান, এ্যাড.সামসুল হক সরকারসহ