সুনামগঞ্জে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সড়ক দূঘটনা
প্রতিরোধে সচেতনতা উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার(২৮নভেম্বর) সকাল সাড়ে ১২টায় শহরের শহীদ আবুল
হোসেন মিলনায়তনে অতিরিক্ত পুলিশ সুপার বাবু সঞ্জয় সরকারের
সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবু তাপস ঘোষের
পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা পুলিশ
সুপার হারুন নর রশিদ,বিআরটিসির সহকারী পরিচালক মোঃ
ডালিম,হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের সিনিয়র এসপি শৈলন
চাকমা,সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
হারুন নর রশিদ চৌধুরী,ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সামছুল
ইসলাম,বিআরটিসির সুনামগঞ্জ অঞ্চলের পরিচালক মোঃ জিল্লুর
রহমান,ট্রাফিক সার্জেন্ট সালাহ উদ্দিন কাজল,বাস-মিনি বাস
মালিক সমিতির সভাপতি মোঃ মোজ্জাম্মেল হক,জেলা অটো রিক্সা
শ্রমিক সভাপতি মোঃ সুহেল মিয়া প্রমুখ। এছাড়াও জেলার
বিভিন্ন বাস মালিক সমিতির নেতা,কর্মী ও চালকরা উপস্থিত
ছিলেন। বক্তাগন বলেন,সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবার যেমন
সচেতনতা প্রয়োজন তেমনি বাস চালকদের সঠিক ভাবে
প্রশিক্ষনের মাধ্যমে ড্রাইবিং লাইসেন্স,তাদের বিচক্ষনতার ও বাস
চালকে বাস চলার সময় মোবাইল ফোন ব্যবহার না করা,সিট ব্যাল্ট
ব্যবহার করা,অতিরিক্ত স্প্রিডে বাস না চালালে সড়কে দূর্ঘটনা
৭০ভাগ কমে যাবে। এবং সাধারন পথ চারীরা অসাবধানতার সাথে
পথ পাড়ি দিলে সড়ক দূর্ঘটনা শিকার হয়। তাই সাবধানতার সাথে
পথ অতিক্রম করা এবং সবাই সবার অবস্থান থেকে নিজের দায়িত্ব
পালন করতে হবে। এবং একজন সঠিক ভাবে প্রশিক্ষন প্রাপ্ত চালকদের
লাইসেন্স প্রদানে উপস্থিত বিআরটিসির কর্মকর্তাদের প্রতি
বিশেষ আহবান জানান।