ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা যাতে নির্বাচনে পেশিশক্তির ব্যবহার করতে না পারেন সেদিকে নজর বাড়াতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘শাসকগোষ্ঠীর প্রার্থীকে গায়ের জোরে জেতানোর লক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নাসিক (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) নির্বাচন যেন পূর্বের নির্বাচনের মতো আরেকটি রক্তাক্ত অ্যাডভেঞ্চারে পরিণত না হয়। অতীতের অপকীর্তি মোচন করার জন্য আগামী নাসিক নির্বাচনে জনগণের ভোটাধিকার যেন জনগণের ব্ল্যাক আউট না হয়, সেদিকে কমিশনের উদ্যোগ যথাযথ হতে হবে।’
রিজভী আহমেদ আরো বলেন, ‘নারায়ণগঞ্জের বেশির ভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলেই সেখানে সেনা মোতায়েন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’
সংবাদ সম্মেলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ময়মনসিংহে শিক্ষকসহ দুজন নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের বিচারও দাবি করেছে বিএনপি