লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউপির আনন্দীপুর গ্রামে
বৃহস্প্রতিবার রাত সাড়ে ১০টায় প্রতিপক্ষের ভাড়াটে দুষ্কৃতিকারীরা
বিধবা আমেনা বেগমের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে
৩০হাজার টাকা লুটে নেয়।। এ সময়ে বাধা দিলে দুষ্কৃতিকারীদের ধারালো
অস্ত্রের আঘাতে বিধবা আমেনা বেগম (৫২), মেয়ে রোজিনা
আক্তার(২৯),জামাতা সোহাগ হোসেন (৩৭) গুরুতর আহত হয়। আহতদেরকে
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্য্র ভর্তি করা হয়েছে।
জানাযায়, পারিবারিক বিরোধের জের ধরে একই বাড়ির বাবুল
হোসেন,জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুষ্কৃতি গ্রুপ ধারালো অস্ত্র
নিয়ে পরিকল্পিত ভাবে বিধবার বসত বাড়ি ভাংচুর করে। বাধা দিলে হামলা
কারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিধবাসহ মেয়ে রোজিনা,জামাতা
আহত হয়।
সৃষ্ট ঘটনায় বিধবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান অভিযোগ
তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।