নাটোরের বাগাতিপাড়ায় নসিমনের চাপায় এক শিশুসহ তিন জন আহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার মাকুপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আড়ানী-বাগাতিপাড়া সড়কে এক কাঁচা মরিচ
বোঝাই নসিমন আড়ানীর দিক থেকে বাগাতিপাড়া অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে
মাকুপাড়া বাজারে দ্রুতগামী নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা
তিনজনকে চাপা দেয়। এতে মাকুপাড়া গ্রামের শাহিন সরকারের ছেলে শিশু
জুনায়েদ (১০), মৃত হুজুর প্রামানিকের ছেলে নওশাদ (৪২) এবং রামপাড়া গ্রামের
মৃত মুনছুরের ছেলে নফল (২৬) আহত হয়। আহতদের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে
নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় জুনায়েদ ও নওশাদকে রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।