সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া এলাকার বৌলাই
নদীতে নাব্যতা সংকটের কারণে শতাধিক ভলগেইট নৌকা আটকা
পরায় ও দ্রুত নদী খননের দাবীতে নৌ শ্রমিকদের নদীতে মানববন্ধন
অনষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১টায় বলগেইটের শত শত শ্রমিকদের উদ্যোগে
নৌকার উপর দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ
সময় বক্তব্য রাখেন, নৌ-শ্রমিক মাজহারুল ইসলাম,আনোয়ার
মিয়া,সাইদুল মির্জা,আবু তাহের,সোহেল মিয়া ও মোঃ ইমরান
হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জেলার তাহিরপুর উপজেলার ফাজিলপুর ও শ্রীপুর হতে
প্রতিদিন কয়েক শতাধিক বালু,পাথর ও কয়লা বোঝাই ভলগেইট
(স্ট্রীলবডি)নৌকা গজারিয়ার বৌলাই নদী হয়ে ভৈরব ও ঢাকায়
মালামাল পরিবহন করে থাকে। কিন্ত জামালগঞ্জ উপজেলার গজারিয়া
এলাকার বৌলাই নদীতে পলি জমে নাব্যতা হ্রাস পাওয়ায় এবং নদী
খননেন জন্য সরকারের নৌ-পরিবহনমন্ত্রীর নিকট জোর দাবী জানান।
তারা বলেন, নদীতে নাব্যতা কমে যাওয়ায় প্রতি দিন সহ¤্রাধিক
বালী পাথর ও কয়লা বহনকারী বলগেট ও কার্গো আসা যাওয়া করতে
পারছেনা। সুনামগঞ্জ বালি পাথর সমিতির সভাপতি মোঃ
সাফিজুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, নৌ-যান
চলা চলে আরকাটি ছিল সেই স্থান থেকে চিহ্নত চাদাবাজরা
সড়িয়ে অন্যত্র বসিয়েছে ফলে বলগেট গুলো উর্বর পলিতে আটকা
পড়ে থাকে। বিভিন্ন স্থানে জাহাজগুলো আটকে থাকলে স্থানীয়
কয়েকটি চাঁদাবাজ চক্র জাহাজের লোকদের উপরঅমানবিক আচরণ
করে আসছে। এই জাহাজগৃলো চলা চলের জন্য সরকারের উচ্চ
পর্যায়ের কর্তপক্ষ অতিসত্ত্বর খনন কাজ বাস্তবায়ান করার আহ্বান
জানান।