নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন
সুষ্ঠ, সুন্দর ও উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রধান শিক্ষক সাজেদুর রহমান ৩শ’ ১৭ ভোট পেয়ে সভাপতি
পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম
মোর্শেদ পেয়েছেন ১শ’ ৫৩ ভোট। অপর প্রার্থী মতিউর রহমান পেয়েছেন
৩০ ভোট। অপরদিকে সাধারন সম্পাদক পদে আঃ হাকিম ১শ’ ৭১ ভোট পেয়ে
বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী প্রার্থী আলমগীর হোসেন
পেয়েছেন ১শ’ ৬৯ ভোট। অপর দুই প্রার্থী আঃ খালেক ৬০ ভোট এবং শরিফুল
ইসলাম জজ পেয়েছেন ৯৮ ভোট।
সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ
বিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের ৩৭টি বিদ্যালয়ের মোট ৫শ’ ৩৭জন
ভোটারের মধ্যে ৫শ’ ৬ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব
পালন করেন।