ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোটরযান
অধ্যাদেশ আইনে জরিমানা আদায় করেছে।
বুধবার দুপুরে উপজেলার বারইপাড়া নামক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা
করেন শৈলকুপার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
সুুমী মজুমদার। এ সময় তার সাথে সহযোগি হিসেবে সঙ্গীয় ফোর্স
নিয়ে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার এস,আই মনির হাজরা ও উপজেলা
ভূমি অফিসের সার্ভেয়ার এজাজুল ইসলাম।
অভিযান চলাকালে ২৫/৩০ টি মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হয়।
এর মধ্যে ৪ টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না
থাকায় মালিকদের কাছ থেকে ১হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
শৈলকুপার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুুমী
মজুমদার জানান, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।