যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ট ট্রাম্প তাঁর সব ব্যবসা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ বুধবরার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প পাঁচ শতাধিক কোম্পানির মালিকানা বা সেখানে তাঁর অবস্থান আছে। এর মধ্যে তুরস্ক, কাতার ও সৌদি আরবসহ অন্তত ২৫টি দেশে প্রায় ১৫০টি ব্যবসা রয়েছে।
ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কীভাবে এই কাজ পরিচালনা করবেন তা আগামী দুই সপ্তাহের মধ্যেই জানাবেন। এর পরিকল্পনা সম্পর্কে আগামী ১৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে আসবেন তিনি।
টুইট বার্তায় ট্রাম্প আরো জানান, তিনি ব্যবসা থেকে সরে যাওয়ার পর তাঁর বড় সন্তানরা কোম্পানি দেখভালের দায়িত্ব নেবেন।
তবে প্রশ্ন দেখা দিয়েছে, প্রেসিডেন্ট থাকা অবস্থায় কীভাবে ট্রাম্প তাঁর ব্যবসা দেখাশোনা করবেন? এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের ৬ জন আমেরিকান বিশ্বাস করেন, ট্রাম্প এই স্বার্থের সংঘাত মোকাবিলায় সঠিকভাবে কাজ করতে পারবেন না।
স্থানীয় সময় গত ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ২৩২টি ভোট পেয়ে হেরে গেছেন।