নিজস্ব সংবাদদাতা ,
এখন থেকে মাত্র ৪০০ টাকা দিয়ে কিডনি ডায়ালাইসিসের সুযোগ পাবেন দেশের সাধারণ মানুষ। বুধবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজিতে স্বাস্থ্যখাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রথম প্রকল্প উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম একথা জানান। এ প্রকল্প স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের অসংক্রামক ব্যাধিগুলোর অন্যতম হলো ক্রনিক কিডনি ডিজিজেস। যে রোগে প্রতিবছর প্রায় ১০ শতাংশ মানুষ আক্রান্ত হন। বুধবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজীতে স্বাস্থ্যখাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রথম প্রকল্প হিসেবে NIKDU- সান্ডুর ডায়ালাইসিস সার্ভিস সেন্টারের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। যেখানে মাত্র ৪০০ টাকার মাধ্যমে সাধারণ ইউনিটে ও ২৯৯০ টাকা প্রদান করে প্রাইভেট ডায়ালাইসিস করার সুযোগ পাবে রোগী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা পয়সার অভাবে চিকিৎসা করতে পারেনা। তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত । এই ব্যবস্থা সফল হলে বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে। কিডনি বিকল রোগীদের চিকিৎসায় ৭০ টি ডায়ালাইসিস মেশিনের এ সেন্টারটি স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখবে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও এনআইকেডিইউ এর পরিচালক।
তিনি বলেন, ভবিষ্যতের যাত্রা শুরুর প্রকল্প এটি। এছাড়া কোন ভাবেই এই প্রকল্পকে ব্যর্থ হতে দেয়া যাবেনা বলে জানান তিনি।
আগামী মাসে ৩১ টি মেশিনের মাধ্যমে এ সেবা চট্টগ্রামে পৌঁছে দেয়া হবে বলেও এসময় জানান মন্ত্রী।