গোলাম-সারোয়ার,সাপাহার(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁরসাপাহারে ঈদের পর দিন উই ফর ইউ সামাজিক
সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দিন ব্যাপি দুস্থ,দরীদ্রদের
মাঝে উপজেলার জিরো পয়েন্ট চত্বরে ফ্রি মেডিকেল
ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সাপাহার সামাজিক সেচ্ছাসেবী সংগঠনকে
সহযোগিতা করবেন সাপাহার উপজেলার ডাক্তার পড়–য়া
ছাত্র-ছাত্রী ও সদর হাসপাতালের চিকিৎসক । উই ফর ইউ
সামাজিক উন্নয়ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ
জানান,ক্যাম্পে আগত সকল দুস্থ,দরীদ্রদের রক্তের গ্রুপ
,ডায়াবেটিকস পরীক্ষা করানো এবং বিভিন্ন রোগের
যথাপোযুক্ত চিকিৎসা সেবা দেওয়া হবে ।
আগ্রহ সকল রোগীকে এই ঠিকানায় যোগাযোগ করার
জন্য সামাজিক উন্নয়ন সেচ্ছাসেবী উই ফর ইউ
সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ।ফোন নম্বরগুলো
হলো কামরুজ্জামান (০১৭২৩-৪৯১৪০৬),মেহেদী হাসান
(০১৭৩৮-৫৬৮৮৭৭)আল আমিন (০১৭৯৮-১০১১১১)প্রমুখ।
এর আগেও এই সামাজিক উন্নয়ন সেচ্ছাসেবী সংগঠন
উই ফর ইউ সমাজের া দুস্থ,দরীদ্রদের বিভিন্ন ভাবে সাহায্য
করে এসেছে।ও ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়নের জন্য
প্রায় সকল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে গনিত উৎসব
উদযাপন করে এসেছে।