গণপরিবহন সংকট দূর করতে উবারকে কিভাবে কাজে লাগানো যায় তা খতিয়ে দেখতে বিআরটিএকে নির্দেশ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা গড়তে কাজ করা বেসরকারি সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’র ২৪ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, সড়ক যোগাযোগ সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ঢাকায় মেট্রোরেল স্থাপন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি যখন নানা প্রকল্প চলছে তখন উবারের মতো ডিজিটাল সেবা বন্ধ করে দিলে মানুষের ভোগান্তি বাড়বে।
গেলো ২২ নভেম্বর অ্যাপসভিত্তিক ট্যাক্সিক্যাব সেবা উবার চালু হয়। কিন্তু দু’দিন পরই বিআরটিএ গণমাধ্যমে বিজ্ঞপ্তিতে জানায়, উবারের ট্যাক্সিক্যাব সেবা অবৈধ। কারণ তাদের কাছ থেকে অনুমতি নেয়নি সেবাদাতা প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসে স্মার্টফোন অ্যাপসভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান ‘উবার’। তবে সে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।