গতকাল আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে শুরু হবে হিজরি মাসটি, ফলে ঈদ-ই মিলাদুন্নবী পালিত হবে আগামী ১৩ ডিসেম্বর। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জাকির আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিনটি (১২ রবিউল আউয়াল) সমগ্র বিশ্বের মুসলিমরা ঈদে মিলাদুন্নবি হিসেবে পালন করে। এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। ফলে আগামী ১৩ ডিসেম্বর সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভার পর ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, “আজ (বুধবার) রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি; আগামীকাল বৃহ¯পতিবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ১৩ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবী পালিত হবে।”