রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। একই সঙ্গে আন্তর্জাতিক ‘সন্ত্রাসবাদ’ দমনে যৌথ প্রচেষ্টায় শামিল হতে চায় রাশিয়া।
স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন এসব কথা বলেন।
পুতিন বলেন, নিজেদের স্বার্থ রক্ষিত হলে রাশিয়া বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রস্তুত।
প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে সরকারের কর্মকর্তা ও আইনপ্রণেতাদের সামনে দেওয়া ভাষণে পুতিন বলেন, ‘আমরা কারো সঙ্গে বিরোধ চাই না।’
‘বিদেশি সহযোগীদের (যারা রাশিয়াকে শত্রু হিসেবে দেখছে) মতো আমরা কখনো শত্রু খুঁজিনি, আমাদের বন্ধু দরকার। তবে আমাদের স্বার্থের কোনো লঙ্ঘন কিংবা উপেক্ষার সুযোগ দেব না।’
স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে সাম্প্রতিককালে ইউক্রেন সংকট ও সিরিয়া যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির রাজনৈতিক কিছু ওয়েবসাইট ও ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকের জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।
বক্তব্যে পুতিন সেই বিষয়গুলোর অবতারণা করেন। তাঁর আশা, আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর দুদেশের সম্পর্ক স্বাভাবিক হবে।
‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি’, বলেন পুতিন।