যানজট নিরসনে ও উন্নত পরিবহন সেবা দিতে সরকার গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) নামের একটি প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে ৫০ মিনিটে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করা যাবে।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, বিআরটি প্রকল্পটি বাস্তবায়নে বৃহস্পতিবার চীনের নির্মাণ প্রতিষ্ঠান গেঝৌবা গ্রুপের সঙ্গে চুক্তি করেছে সরকার। ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের পরিচালক একরাম উল্লাহ ও চীনের কোম্পানি গেঝৌবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং রোমেন চুক্তিপত্রে সই করেন।
রাজধানীর একটি হোটেলে ওই চুক্তিসাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ২৬ জুন বিআরটি রুটের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটির আওতায় ১৬ কিলোমিটার বিআরটি লেন, ৩২ কিলোমিটার ফুটপাত এবং ধীরগতির যান চলাচলের জন্য সাড়ে ২০ কিলোমিটার পৃথক একটি লেন নির্মাণ করবে গেঝৌবা। এতে মোট খরচ ধরা হয়েছে ৮৫৫ কোটি ৩৭ লাখ টাকা। আগামী ৩০ মাসের মধ্যে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
রাজধানী ও এর সংলগ্ন এলাকায় সড়কে যানজট কমাতে গাজীপুর-এয়ারপোর্ট-ঝিলমিল রুটের জন্য বিআরটি প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এ রুটে ২৫টি স্টেশন, ছয়টি ফ্লাইওভার, উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন ও ১৬ কিলোমিটার ফ্ল্যাট গেট যুক্ত হবে।
গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি রুটে ১৮ মিটার দীর্ঘ ১০০টি আর্টিকুলেটেড বাস চলাচল করবে। এরই অংশ হিসেবে আট লেনবিশিষ্ট টঙ্গি সেতু, আটটি মার্কেট, ১১৩টি সংযোগ সড়ক ও গাজীপুরে চারটি বাস ডিপো নির্মাণ করা হবে।
প্রতিবেদনে বলা হয়, বিআরটি প্রকল্প বাস্তবায়ন হলে ৫০ মিনিটে গাজীপুর থেকে এয়ারপোর্ট যাতায়াত করা যাবে। আর দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে এই রুটে বাস পাওয়া যাবে। এটি হলে রুটের উভয় দিক থেকে প্রতিঘণ্টায় অন্তত ২৫ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।