কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে ব্যাটারির এসিড জাতীয় রাসায়নিক দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের বাসিন্দা আহত জাফর আলীতে (৫৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় আব্দুল হক, খালেক ও আজিজুলকে আসামি করে ভুরুঙ্গামারী থানায় মামলা করা হয়েছে। অন্যদিকে এ ঘটনার পর রাতেই আব্দুল হকের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড হয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, জাফর আলী রাতে ধান ক্ষেত দেখতে যান। তখন ৫/৬ জনের একটি দল তাঁকে আটকিয়ে মাথায়, গালে ও পিঠে ব্যাটারির এসিড জাতীয় রাসায়নিক পদার্থ ঢেলে পালিয়ে যায়।
পরে জাফর আলীকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেস এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার ভুরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।
পরিদর্শক আরো জানান, জাফর আলীর শরীরের বিভিন্ন স্থানে ব্যাটারির এসিড জাতীয় রাসায়নিক পদার্থ ঢেলে দেওয়া হয়েছে। সেই বোতলটি উদ্ধার করা হয়েছে। রাসায়নিক উপাদানটি কী তা চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।