সোহেল রানা,(হিলি) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ানের হরিহরপুর বাজার থেকে জাংগই
বাজার পর্যন্ত প্রায় ২ কি.মি রাস্তার দুপাশে একশত এরো বেশি মরা শিশু
কাঠের গাছ রয়েছে।এই রাস্তা দিয়ে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেক
পথচারী চলাফেরা করে।তারা জীবনের ঝুকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত
করে।অনেক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে হাটি হাটি পায়ে বিদ্যালয়ে যায় তারাও
জীবনের ঝুকি নিয়ে চলাফেরা করে।রাস্তার পাশে বাড়ির মালিক,আব্দুল রহিম
জানান,এই শিশু কাঠের গাছ তার ইটের দেওয়ালে পড়ে দুইবার ভেঙ্গে যায়।তাকে
কোন ক্ষতিপূরন দেওয়া হয় নি।আবার রাস্তার পাশে যাদের জমি আছে তারা বলছে যে
এইসব গাছ জমিতে পড়ে ফসলের অনেক ক্ষতি হচ্ছে।এলাকাবাসীর একটাই দাবী উপজেলা
প্রশাসন এই মরা গাছ গুলো কর্তনের জন্য খুব দূত ব্যবস্থা গ্রহন করবে।