সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ার ডবল হত্যা মামলার আসামী ইউনুছ আলীর বড়িতে হামলা
চালিয়ে মা ও মেয়েকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্য রাতে
উপজেলার প্রত্যন্ত অঞ্চল একশিং তারাই গ্রামে এই ঘটনা ঘটে। আহত মা কাজল
রেখা বেগমকে নাটোর সদর হাসপাতালে এবং আশঙ্কাজনক অবস্থায় মেয়ে আয়েশা
খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, শনিবার মধ্য রাতে সিংড়া
উপজেলার একশিং তাড়াই গ্রামের ইউনুছ আলীর বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ
করে দুর্বৃত্তরা। এসময় এলোপাথারি কুপিয়ে জখম করে ইউনুস আলী স্ত্রী কাজল
রেখা বেগম (৩৮) এবং মেয়ে আয়েশা খাতুন (১৮) কে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার
করে হাসপাতালে ভর্তি করে।
নাটোর সদর হাসপাতালে আহত কাজল রেখা বেগম জানান, শনিবার মধ্যরাতে ৬-
৭জনের সশস্ত্র একদল অতর্কিত ভাবে বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময়
অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়। এসময় প্রতিবেশীরা
তাদের চিৎকারে ছুটে আসলে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়
তারা।
এদিকে সূত্র জানায়, সম্প্রতি বড়গ্রামে সাবেক ইউপি সদস্য মোজাফ্ধসঢ়;ফর
হোসেন মোজাই ডাকাত ও তার ভাই হাসেন আলীকে কুপিয়ে হত্যা করে একই
এলাকার বর্তমান ইউপি সদস্য ইউনুস আলী ও তার সমর্থকরা। গত কয়েক দিন
আগে র্যাবের হাতে গ্রেফতার হয় মামলার প্রধান আসামী ইউপি সদস্য ইউনুস ও
তার ভাই। ওই ঘটনার জের ধরেই ডাবল হত্যা মামলার অপর ২০ নম্বর আসামী ইউনুছ
আলীর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, ডাবল
হত্যা মামলার বিরোধের জের ধরে এঘটনা ঘটে থাকতে পারে। অভিযোগ আসলে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।