প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী, স্মৃতিচারণসহ
ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গতকাল রবিবার ফুলবাড়ী মুক্ত দিবস পালন করা
হয়েছে।
সাবেক মন্ত্রী ও ৭নং সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি আলহাজ্ব
মোহাম্মদ মনসুর আলী সরকারের ব্যক্তিগত ব্যবস্থাপনায় এবং উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় মুক্ত দিবস পালন উপলক্ষে সকালে পৌর
শহরে মুক্তিযোদ্ধাদের বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে স্থানীয়
সড়ক ও জনপথ ডাকবাংলো চত্বরে জাতীয় ও বিজয় পতাকা উত্তোলন করা হয়।
পরে ডাকবাংলো চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক
উপজেলা চেয়ারম্যান মো. লিয়াকত আলীর সভাপতিত্বে এবং জেলা মুক্তিযোদ্ধা
সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক আলী শাহের সঞ্চালনায়
আয়োজিত মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ও স্মৃতি চারণ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদের উপদেষ্টা ড. এ
কাইয়ুম খান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও ৭নং
সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনসুর আলী সরকার,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭নং সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদের
মহাসচিব এম এ গফুর, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক
ছুটু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও মানবাধিকার
সংগঠক এড. খালেদা খাতুন। এতে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বক্তব্য
রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা।
অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা স্বপরিবারে এবং শহীদ ও
মৃত্যুবরণকারি মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন।