হাকিমপুরে সামাজিক সংগঠন ক্রীড়া ও সংস্কৃতি সংঘের নতুন কমিটি গঠন
বাংলার প্রতিদিন ডেস্ক ::
-
আপডেট সময়
রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
-
২১৩
বার পড়া হয়েছে
হাকিমপুর(হিলি)দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ানের সামাজিক সংগঠন দক্ষিন
কাদিপুর ক্রীড়া ও সংস্কৃতি সংঘের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা
হয়েছে। শনিবার রাতে পল্লীশ্রী কার্যালায়ে এই নতুন কমিটি গঠন করা
হয়।মো:আব্দুর রউফ(খোকন) মহুরীকে সভাপতি,(অনলাইন বাংলার প্রতিদিন পত্রিকার
হিলি প্রতিনিধি) মো:সোহেল রানাকে সাধারন সম্পাদক এবং মো:সুরুজ ইসলামকে
সাংগঠনিক সম্পাদক করে এই নতুন কমিটি গঠন করা হয়।সাবেক সাধারন সম্পাদক
মো:সোহেল রানা জানান,অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ,মাদক প্রতিরোধ,পিচিয়ে
পড়া গরিব মেধাবী ছাত্রছাত্রীদের প্রতি গুরুত্ব সহ নানা ভুমিক পালন করে
আসছে এই সংগঠন। আজ ৪ ডিসেম্বর রবিবার সংগঠনের প্রতিষ্ঠা বার্ষী
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর