রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিষ্ণভল্লবপুরে গ্রামে
দিনমজুর আব্দুল মতিনের সম্পত্তি জবরদখল করার অভিযোগ পাওয়া
গেছে। এ সময়ে বাধাদিলে একই গ্রামের জবরদখল কারী আব্দুল
মান্নানের ভাড়াটে দুষ্কৃতিকারীরা আব্দুল মতিন (৬৫),তার স্ত্রী
আলেয়া বেগম (৫৫),ভাইয়ের স্ত্রী সুফিয়া বেগম(৩৫)কে পিটিয়ে
জখম করে।প্রত্যক্ষদশীরা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্য্র ভর্তি করে। সৃষ্ট ঘটনায় আব্দুল মতিন বাদী হয়ে থানায়
অভিযোগ দায়ের করে।
স্থানীয়রা জানান আব্দুল মতিনের মালিকীয় সম্পত্তি ওই গ্রামের
প্রভাবশালী আব্দুল মন্নান ভাড়াটে দুষ্কৃতিকারী দিয়ে লক্ষাধিক
টাকার গাছ লুট করে জবরদখল করে। এ সময়ে বাধাদিলে
দুস্কৃতিকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মতিনসহ ৩জন আহত হয়।
আব্দুল মতিন জানান তার মালিকীয় সম্পত্তি দীর্ঘ কয়েক বছর যাবত
তিনি ভোগ দখলে করে। জবরদখলকারী মান্নান অস্ত্রধারী ভাড়াটে মাস্তান
পাহারা বসিয়ে ওই সম্পত্তিতে গাছ কর্তন করে ভোগদখলে করে।
বাধাদিলে অস্ত্রধারীরা তাকে সহ ৩জনকে আহত করে।
অভিযুক্ত আব্দুল মন্নান জানান তার খরিদকৃত সম্পত্তিতে তিনি দখল
করে।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে
আনতে সক্ষম হয়।